৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ বানিজ্য

সোহাগ আলী, কালীগঞ্জ
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করা লক্ষ্যে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্যক্রম চালু করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব চিল্ড্রেন এডুকেশন নামে ঝিনাইদহ জেলায় বাস্তবায়ন সহায়ক সংস্থা”সৃজনী বাংলাদেশের” মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ঝিনাইদহ জেলার ৪ টি উপজেলায় চলমান এই প্রকল্পের সময়সীমা অনুযায়ী মেয়াদ শেষ হয়েছে। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় ২০২৩ সালের ২৩ ডিসেম্বর আউট অব চিল্ড্রেন স্কুলের কার্যক্রম অফিসিয়ালি শেষ হয়। এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কথা বলে উপজেলা ম্যানেজার মোঃ মনিরুজ্জামান সুপারভাইজারগণের মাধ্যমে প্রতিটি স্কুলের শিক্ষকের কাছ থেকে ২ হাজার করে টাকা অর্থ বানিজ্য করা হয়েছে। ৬৯ টি স্কুলের নিম্ন আয়ের শিক্ষকদের চাপ প্রয়োগ করে তিনি ইতিমধ্যে হাতিয়ে নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার টাকা। এই উপজেলায় ১৭ এপ্রিল ও ১ জুলাই থেকে সর্বমোট ৬৯ টি স্কুল চালু হলেও কখনো নিয়ম নীতি মেনে সঠিক ভাবে স্কুল গুলো চালাতে পারেননি দায়িক্তরত ব্যাক্তিরা। অসাস্থ্যকর পরিবেশ, বারান্দায়, খুপরিঘর, বাশবাগান, মাঠের মধ্যে ডোবার ধারে কোন রকমে চালিয়েছেন স্কুল। শিক্ষকরা ঠিকমত পাননি সুযোগ সুবিধা। কাগজে কলমে শিক্ষার্থী থাকলেও স্কুলে ৫-১০ জনের বেশি খুজে পাওয়া যায়নি। নাম প্রকাম না করা শর্তে কালীগঞ্জ উপজেলার কয়েকটি স্কুলের শিক্ষকরা অভিযোগ করে বলেন,মেয়াদ বাড়াতে ঘুষ দেওয়ার কথা বলে আমাদের প্রত্যেকের কাছ থেকে ২ হাজার করে টাকা নিয়েছেন মনিরুজ্জামান স্যার।এর আগেও ৩ হাজার ৫ শত টাকা একটি বিল থেকে কেটে রেখেছিল। এ ব্যাপারে আউট অব চিল্ড্রেনের কালীগঞ্জ উপজেলার ম্যানেজার মনিরুজ্জামান বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে।তবে টাকার কথা কাউকে বলা হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়