২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

নটর ডেম কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ বললেন ঢাবি ভিসি

প্রতিদিনের ডেস্ক
নটর ডেম কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আরামবাগে নটর ডেম কলেজ প্রাঙ্গণে ৭৫ বছরপূর্তি উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, নটর ডেম কলেজে যারা পড়ালেখা করেছেন, তাদের মধ্যে এমন একজন প্রাক্তনকেও পাওয়া যাবে না, যিনি কোনও না কোনোভাবে রাষ্ট্রে অবদান রাখেননি। কোনও না কোনোভাবে চারপাশের মানুষকে এই কলেজ আলোকিত করেননি। সেই বিবেচনায় নটর ডেম কলেজকে সেন্টার অব এক্সিলেন্স বলতেই পারি।’
৭৫তম বর্ষে পদার্পন করা কলেজ প্রসঙ্গে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, এ কলেজের প্রভাব সমাজ ও রাষ্ট্রে কতটা বেশি। অনেক কলেজ আছে, যেগুলো খুব ভালোভাবে শুরু করলেও রাজনীতি, গভর্নিং বডিসহ বিভিন্ন প্রভাবের কারণে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না। সেই জায়গায় নটর ডেম ব্যতিক্রম। কলেজটি সম্মান ও প্রভাব টিকিয়ে রাখতে পেরেছে।
ঢাবি উপ-উপাচার্য বলেন, নটর ডেম কলেজের সহশিক্ষা কার্যক্রম অনেক শক্তিশালী। কলেজের ২৪টি ক্লাব রয়েছে এবং সবগুলো সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এগুলো না থাকলে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ হয় না।
‘প্রদীপ্ত প্রত্যয়ে প্রজ্বলিত ৭৫’ স্লোগানকে ধারণ করে তিন দিনের উৎসব পালন করছে নটর ডেম কলেজ। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও নটর ডেমের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক আনিস আহমেদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়