৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

ফেব্রুয়ারির শেষে নতুন ট্যাবলেট উন্মোচন করবে শাওমি

প্রতিদিনের ডেস্ক
শাওমির নতুন একটি ট্যাবলেট ডিভাইস বাজারজাতের অনুমতি দিয়েছে চীনের থ্রিসি কর্তৃপক্ষ। এটি প্যাড ৬ না ৭ সিরিজের আওতাভুক্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্রের তথ্যানুযায়ী, আগামী মাসের শেষ দিকে নতুন ডিভাইসটি উন্মোচন করতে পারে চীনের প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।
থ্রিসি সার্টিফিকেশন সূত্রে শুধু ডিভাইসটির ফাস্ট চার্জিং সক্ষমতার বিষয়ে জানা গেছে। সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সূত্রে ডিভাইসটিতে ব্যবহৃত চিপসেটের বিষয়েও তথ্য পাওয়া গেছে। টিপস্টারের তথ্যানুযায়ী, নতুন প্যাডে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকতে পারে। টিপস্টারের পোস্টে ডিভাইসটির নাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উইবো ব্যবহারকারীদের কমেন্ট সূত্রে জানা যায়, এটির নাম শাওমি ২৪০১৮আরপিএসিসি ট্যাবলেট। থ্রিসি সার্টিফিকেশনে ট্যাবলেটটিতে ১২০ওয়াটের ফাস্ট চার্জার থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া এতে এইচডিআর ভিভিড সার্টিফিকেশন রয়েছে, যার মাধ্যমে এটি নিশ্চিত যে যেকোনো কিছু দেখার ক্ষেত্রে ডিভাইসটি উন্নত অভিজ্ঞতা দেবে। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি অন্যান্য ডিভাইসের মতো ট্যাবলেটটিকেও উন্নত পারফরম্যান্স প্রদানে সক্ষম করে তুলবে। প্রযুক্তিবিদদের মতে, এতে হাইপারওএস অপারেটিং সিস্টেম থাকতে পারে।
একই টিপস্টারের তথ্যানুযায়ী, চীনের প্রযুক্তি জায়ান্টটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরযুক্ত ট্যাবলেট তৈরিতেও কাজ করছে। এতে ওএলইডি ডিসপ্লে থাকতে পারে এবং প্যাড ৭ সিরিজে যুক্ত হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে কোনো ডিভাইসের বিষয়েই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়