১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

বিয়ে করেছেন স্বাগতা

প্রতিদিনের ডেস্ক
আগেই অভিনেত্রী জিনাত সানু স্বাগতা জানিয়েছিলেন চলতি মাসের যে কোনো দিন বিয়ে করবেন তিনি। সেটাই হলো। ২৪ জানুয়ারী বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আর সেটা গতকাল রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান। বুধবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে করেন এ জুটি। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিবাহত্তোর সংবর্ধনা। এছাড়া বিয়ের রাতে বন্ধুদের নিয়ে ছোট পরিসরে আয়োজনও ছিল অভিনেত্রীর। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজের পোস্ট করেছেন। স্বাগতার স্বামীর পুরো নাম ড. হাসান আজাদ।
তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়ালেখা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। স্বাগতা বলেন, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সাথে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানেই হাসান আজাদের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের। তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সে সময় হাসান আজাদ আমাকে (স্বাগতা) বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন। এরপরেই কথা বলে আমরা সিদ্ধান্ত নেই একসাথে হওয়ার। প্রসঙ্গত, এটি স্বাগতার দ্বিতীয় বিয়ে। এর আগে চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। তবে সেই বিয়ে বেশিদিন টিকেনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়