প্রতিদিনের ডেস্ক
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ছয়জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই গ্রামের রুহুল আমিন (৫৪), আব্দুল সালাম হাওলাদার (৭২), আব্দুল কালাম হাওলাদার (৬৭), লিয়া আক্তার (৩৬), মেহেদি হাসান (২৫) ও মো. অলিউল্লাহ (৫৬)।আহতদের মধ্যে আব্দুল সালাম হাওলাদারকে গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের পরিবার ও স্থানীয়রা জানান, কেন্দুয়া ইউনিয়নের খাগদাহ গ্রামের আবুল কালাম হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আয়ুউব আলী হাওলাদার ওরফে আনোয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়েছে। কিন্তু সমাধান হয়নি। এরই জেরে আয়ুউব আলী হাওলাদার তার লোকজন নিয়ে রাতে আবুল কালাম হাওলাদার ও তার পরিবারের উপর হামলা চালায়। এসময় কুপিয়ে পরিবারের ছয়জনকে জখম করা হয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে অভিযুক্ত আয়ুউব আলী হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে।