১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

যথাযথ তদন্ত ও পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর মৌচাক এলাকায় ভবন থেকে ইটের ব্লক মাথায় পড়ে ব্যাংক কর্মকর্তা দীপু সানার মৃত্যুর ঘটনার তদন্ত কমিটি গঠন ও তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফা মোশাররফ হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
রিটে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে।
কর্মকর্তা দীপু সানার মৃত্যুর কারণ খুঁজে বের করে প্রকৃত দায়ীদের শাস্তি নিশ্চিতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের অন্তর্বর্তী নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। অনুসন্ধান কমিটিতে অন্তত একজন বিচারিক কর্মকর্তাকে রাখতেও আর্জি জানানো হয়েছে।
নির্দেশনা চাওয়ার পাশাপাশি ঢাকা শহরের সাধারণ নাগরিকের জন্য নিরাপদ ও সুরক্ষিত ফুটপাত নিশ্চিত করতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে রিটে রুল জারির আর্জি জানানো হয়েছে। সেইসঙ্গে দীপু সানার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল চাওয়া হয়েছে রিটে। আদালত রুল জারি করলে, সে রুল বিচারাধীন থাকা অবস্থায় দীপু সানার পরিবারকে ৫০ লাখ টাকার নিচে নয় এমন উল্লেখযোগ্য পরিমাণ টাকার অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতেও রিটে আর্জি জানানো হয়েছে।
রিটটি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থাপন করা হলে আগামী সপ্তাহে শুনানির জন্যে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী আইনজীবী। তিনি জানান, রিটের পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট ছফওয়ান করিম।
খুলনার মেয়ে দীপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত ১০ জানুয়ারি কর্মস্থল থেকে অফিসের বাসে রওনা দিয়ে শান্তিনগরে নামেন তিনি। এরপর হেঁটে মগবাজারের গাবতলার বাসায় ফিরছিলেন। মৌচাক ফ্লাইওভারের নিচের ফুটপাত দিয়ে হেঁটে চলার সময় ফখরুদ্দীন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে তার মাথার ওপর ইটের ব্লক পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা করেন তার স্বামী তরুণ কুমার বিশ্বাস। মামলাটি রমনা থানার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ছায়া তদন্ত করছে। তবে কোথা থেকে কিভাবে ইট বা কংক্রিটের ব্লক দীপু সানার মাথায় পড়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়