প্রতিদিনের ডেস্ক
সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) স্টোরেজ ক্যাটাগরিতে নতুন সিরিজ উন্মোচন করেছে স্যামসাং। কোম্পানির দাবি আগের প্রজন্মের তুলনায় ৯৯০ ইভো আরো বেশি উন্নত, কার্যকর ও বিদ্যুৎ সাশ্রয়ী। খবর গিজমোচায়না।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি জানায়, ৯৯০ ইভো এসএসডি গেমিং, পেশাদার কাজ, ভিডিও-ছবি এডিটিংসহ বিভিন্ন কম্পিউটিং কার্যক্রমে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে। ৯৯০ ইভো এসএসডিতে পিসিআইই ৪.০-এর চারটি ও পিসিআইই ৫.০-এর দুটি পোর্ট রয়েছে।
নতুন এসএসডিতে এম.২ ২২৮০ ফর্ম ফ্যাক্টর ও ভি-ন্যান্ড টিএলসি ফ্ল্যাশ মেমোরি রয়েছে। রিড ও রাইটিংয়ের ক্ষেত্রে এসএসডিটি যথাক্রমে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার ও ৪ হাজার ২০০ মেগাবাইট গতিতে কাজ করতে পারে। এ ফিচারের কারণে স্টোরেজে রাখা কোনো ফাইল দ্রুত খোলা যায় এবং কম সময়ে বড় ফাইল আদান-প্রদান করা সম্ভব। তথ্যের নিরাপত্তার জন্য স্যামসাংয়ের নতুন এসএসডিতে এইএস ২৫৬বিটের এনক্রিপশন রয়েছে। ফলে সব ধরনের তথ্য সুরক্ষিত থাকবে।
বাজারে ১ ও ২ টেরাবাইট স্টোরেজে এটি পাওয়া যাবে। এগুলোর দাম যথাক্রমে ১২৪ ডলার ৯৯ সেন্ট ও ২০৯ ডলার ৯৯ সেন্ট।