২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইউরোপে নিজস্ব পেমেন্ট সিস্টেম আনছে স্পটিফাই

প্রতিদিনের ডেস্ক
মার্চ থেকে চালু হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেট আইন। এর আওতায় পেমেন্ট পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই। প্লাটফর্মটি জানিয়েছে, ইইউর ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে পারবে। খবর এনগ্যাজেট।
আগে স্পটিফাই থেকে অ্যাপলের ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনের জন্য অর্থ প্রদানের কোনো ব্যবস্থা ছিল না। পাশাপাশি অ্যাপ ডেভেলপারদের কাছ থেকে অ্যাপলের ৩০ শতাংশ ফি কেটে নেয়ার তীব্র সমালোচনা করেছে প্রতিষ্ঠানটি। যেহেতু স্পটিফাই নিজস্ব অ্যাপে পেমেন্ট ব্যবস্থা চালু করছে। এর ফলে অ্যাপ থেকে ব্যবহারকারীরা সহজেই সরাসরি অডিওবুক কিনতে পারবেন। নিজস্ব ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেম চালুর পাশাপাশি স্পটিফাই অ্যাপটিতে তাদের সাবস্ক্রিপশন প্ল্যানগুলোর দাম কম রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়