১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জন্মের সময় বিক্রি হওয়া যমজ বোন মিলিত হলো টিকটক ভিডিওর মাধ্যমে

প্রতিদিনের ডেস্ক
অ্যামি এবং আনো যমজ বোন। কিন্তু তাদের জন্মের ঠিক পরেই তাদের মায়ের কাছ থেকে দূরে নেওয়া হয়েছিল এবং পৃথক পরিবারে বিক্রি করে দেওয়া হয়েছিল। কয়েক বছর পরে, তারা একটি টিভি প্রতিভা শো এবং একটি টিকটক ভিডিওর জন্য ঘটনাক্রমে একে অপরকে আবিষ্কার করে।
বিবিসির খবরে বলা হয়েছে, তারা তাদের অতীত অনুসন্ধান করার সাথে সাথে বুঝতে পেরেছে, ২০০৫ সালে জর্জিয়ার হাজার হাজার শিশু যাদের হাসপাতাল থেকে চুরির পর বিক্রি করা হয়েছিল তার মধ্যে তারাও ছিল। এখন তারা সেই ঘটনার জবাব চায়।
লাইপজিগের একটি হোটেল রুমে এমি এদিক-ওদিক পায়চারি করছিল। সে বলে, আমি ভয় পাচ্ছি, সত্যিই ভয় পাচ্ছি। সারা সপ্তাহ আমি ঘুমাইনি। অবশেষে আমাদের সাথে যা ঘটেছিল সে সম্পর্কে কিছু উত্তর পাওয়ার এটাই আমার সুযোগ।
তার যমজ বোন আনো একটি আরামকেদারায় বসে ফোনে টিকটক ভিডিও দেখছিল। চোখ তুলে সে বলে, এই সেই নারী যে আমাদের হয়তো বিক্রি করে দিয়েছিল।
আনো স্বীকার করেছেন যে সেও নার্ভাস। সে জানে না যে কীভাবে প্রতিক্রিয়া জানাবে এবং তার রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে কিনা।
অবশেষে তাদের দীর্ঘ যাত্রার সমাপ্তি। তারা জর্জিয়া থেকে জার্মানি ভ্রমণ করেছে এই আশায় যে, কিভাবে তারা হারিয়েছিল তার উত্তর খুঁজে পাবে এবং তাদের জন্মদাত্রী মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে। সূত্র: বিবিসি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়