২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

স্যামসাংয়ের নতুন এসএসডি ৯৯০ ইভো

প্রতিদিনের ডেস্ক
সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) স্টোরেজ ক্যাটাগরিতে নতুন সিরিজ উন্মোচন করেছে স্যামসাং। কোম্পানির দাবি আগের প্রজন্মের তুলনায় ৯৯০ ইভো আরো বেশি উন্নত, কার্যকর ও বিদ্যুৎ সাশ্রয়ী। খবর গিজমোচায়না।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি জানায়, ৯৯০ ইভো এসএসডি গেমিং, পেশাদার কাজ, ভিডিও-ছবি এডিটিংসহ বিভিন্ন কম্পিউটিং কার্যক্রমে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে। ৯৯০ ইভো এসএসডিতে পিসিআইই ৪.০-এর চারটি ও পিসিআইই ৫.০-এর দুটি পোর্ট রয়েছে।
নতুন এসএসডিতে এম.২ ২২৮০ ফর্ম ফ্যাক্টর ও ভি-ন্যান্ড টিএলসি ফ্ল্যাশ মেমোরি রয়েছে। রিড ও রাইটিংয়ের ক্ষেত্রে এসএসডিটি যথাক্রমে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার ও ৪ হাজার ২০০ মেগাবাইট গতিতে কাজ করতে পারে। এ ফিচারের কারণে স্টোরেজে রাখা কোনো ফাইল দ্রুত খোলা যায় এবং কম সময়ে বড় ফাইল আদান-প্রদান করা সম্ভব। তথ্যের নিরাপত্তার জন্য স্যামসাংয়ের নতুন এসএসডিতে এইএস ২৫৬বিটের এনক্রিপশন রয়েছে। ফলে সব ধরনের তথ্য সুরক্ষিত থাকবে।
বাজারে ১ ও ২ টেরাবাইট স্টোরেজে এটি পাওয়া যাবে। এগুলোর দাম যথাক্রমে ১২৪ ডলার ৯৯ সেন্ট ও ২০৯ ডলার ৯৯ সেন্ট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়