১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইমন চক্রবর্তীর স্বপ্ন পূরণ

প্রতিদিনের ডেস্ক
২০২৪ সালটি দুই বাংলার বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর জীবনে স্মরণীয় হয়ে থাকবে। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো স্বপ্নময় দিন থাকে। সেই দিনটিই চলতি বছরের শুরতে এসেছে ইমনের জীবনে।
তার এই স্বপ্নটা এত দ্রুত পূরণ হয়ে যাবে সেটা ইমন চক্রবর্তী ভাবতেও পারেননি। শৈশবে মায়ের কাছ থেকে গানের তালিম নিয়েছিলেন। সেই গানই তার জীবনের ধ্যানজ্ঞান।
গানের মাধ্যমে জীবনের অনেক স্বপ্নপূরণ হয়েছে ইমনের। সেই তালিকায় আরও একটি পালক যুক্ত হলো। তার ইচ্ছা ছিল মার্সেডিজ গাড়ি কেনার। এবার সেই স্বপ্ন পূরণ করলেন ইমন। গাড়ি কিনে এর ছবি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের আনন্দের কথা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমন চক্রবর্তী তার নতুন সাদা ধবধবে দামি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তার পোস্ট করলেন। সঙ্গে ছিলেন তার ‘বাবা’। ছবি পোস্ট করে ইমন লেখেন, ‘ধন্যবাদ বাবাই, আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ সবাইকে। খুব খুশি। জয় জগন্নাথ।’
ইমন চক্রবর্তী শুধু গান নয়, বিভিন্ন সামাজিক সচেতনতা বিষয়ক কাজ করেও আলোচিত। সম্প্রতি লিলুয়াতে তার এলাকায় রাস্তার মাঝে অনেকে ময়লা ফেলেছিল।
তা দেখতে পেয়েই রেগে যান এ গায়িকা। সঙ্গে সঙ্গে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইমন। তার অভিযোগ জেনে সঙ্গে সঙ্গে এলাকার কাউন্সিলর ময়লা পরিষ্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়