৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

লাখ ডলারসহ গ্রেফতার মার্কিন দুই নাগরিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রতিদিনের ডেস্ক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ডলারসহ গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান দুই নাগরিককে দুইদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ জসিম উদ্দিন খান।
শনিবার (২৭ জানুয়ারি) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। অপরদিকে, তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দু’দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ জসিম উদ্দিন খান শুক্রবার (২৬ জানুয়ারি) কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে এক লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এ ডলার নেওয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়