১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে বিল পাস ফ্লোরিডায়

প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস নতুন এক বিলের অনুমোদন করেছে। যার অধীনে ফ্লোরিডার ১৬ বছর বয়সের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক মাধ্যমের প্লাটফর্মগুলো ব্যবহার থেকে বিরত রাখবে। খবর গিজচায়না।দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, হাউজ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ভোট দিয়েছে। অপ্রাপ্তবয়স্করা এ অ্যাপগুলো ব্যবহার করার ক্ষেত্রে থার্ডপার্টির ভেরিফিকেশন হবে।
এ আইনে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ধ করা অ্যাকাউন্ট থেকে সংগৃহীত ব্যক্তিগত ডাটা স্থায়ীভাবে মুছে ফেলতে হবে। এমনকি কোনো কোম্পানি যদি এ ধরনের আইন মেনে না চলে তাহলে সংস্থাগুলোর বিরুদ্ধে দেওয়ানি মামলাও করতে পারবেন শিশু কিশোরের বাবা-মা।
বিলটির প্রবর্তকরা বলছেন, এ পদক্ষেপটি হতাশা, উদ্বেগ ও সামাজিক মিডিয়ার অত্যধিক ব্যবহার সম্পর্কিত অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে শিশুদের রক্ষা করবে। সোশ্যাল মিডিয়া শিশু-কিশোরদের আসক্তিমূলক আচরণ ও শিশুদের বিশেষভাবে সংবেদনশীল বিষয়বস্তু আছে বলে এর আগে সমালোচিত ছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়