প্রতিদিনের ডেস্ক
টলিপাড়ার নতুন ছবিতে দেখা যাবে প্রিয়াংকা সরকারকে। এ ছবিতে আরও থাকছেন রজতাভ দত্ত। ছবির নাম ‘বাল্মিকী’। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শঙ্খ ভট্টাচার্য। সুমনা মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, সম্রাট বিশ্বাসের মতো অভিনেতাদেরও দেখা যাবে ছবিতে। আগামী সপ্তাহে কলকাতা শহরের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে। ছবিতে অন্য এক প্রিয়াংকার দেখা মিলবে বলে জানান তিনি।