১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

উইন্ডিজের ঐতিহাসিক জয়ে কাঁদলেন লারা-হুপার

প্রতিদিনের ডেস্ক
গাব্বা টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয় থেকে মাত্র ৮ রান দূরে ছিল অস্ট্রেলিয়া। আর মাত্র ৮টি রান হলেই জয়ের বন্দরে নোঙর ফেলতো স্বাগতিকরা। কিন্তু আহত বাঘ শামার জোসেফের বিধ্বংসী বোলিং অস্ট্রেলিয়াকে সেই গন্তব্য ছুঁতে দেয়নি। ২১৬ রান তাড়া করতে নেমে শামার ঝড়ে ২০৭ রানেই অলআউট হয়ে যায় অজিরা। ৮ রানের অবিশ্বাস্য, ঐতিহাসিক এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ফেরায় সমতা। যারা প্রথম টেস্টে তিনদিনেই ১০ উইকেটের ব্যবধানে হেরেছিল, তারাই কিনা এক তরুণ তুর্কির অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর অবিশ্বাস্য এক জয় পেল। এমন জয় আবেগাপ্লুত করেছে অনেককেই। সেই তালিকায় আছেন কিংবদন্তি ব্রায়ন লারা ও সাবেক অধিনায়ক কার্ল হুপার। ওয়েস্ট ইন্ডিজ যখন জয় পায় তখন ধারাভাষ্য কক্ষে ছিলেন লারা। তিনি ধারাভাষ্য দিতে দিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক সময় কেঁদে ফেলেন। সে সময় তার পাশে ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি আবেগাপ্লুত লারাকে জড়িয়ে ধরেন। অস্ট্রেলিয়া হারলেও এমন জয় দারুণ আনন্দিত করেছে সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যানকেও। তার চোখ-মুখে ছিল হাসির ঝিলিক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়