১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

একসঙ্গে ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান

প্রতিদিনের ডেস্ক
ইরান তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি সিমোর্গ রকেট ব্যবহার করে আজ রোববার প্রথমবারের মতো একসঙ্গে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ৩২ কেজি ওজনের একটি স্যাটেলাইট এবং ১০ কেজির কম ওজনের আরও দুটি ন্যানো স্যাটেলাইট ৪৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পাঠিয়ে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, দুটি ন্যানো স্যাটেলাইট ন্যারোব্যান্ড কমিউনিকেশন ও জিওপজিশনিং টেকনোলজি নিয়ে কাজ করবে। এর পাশাপাশি ‘মাহদা’ নামক বড় স্যাটেলাইটটি উৎক্ষেপণের মধ্য দিয়ে মূলত মহাকাশে একাধিক কার্গো সরবরাহের ক্ষেত্রে সিমোর্গ রকেটের নির্ভুলতা পরীক্ষা করা হয়েছে। এর আগে গত সপ্তাহে, ইরানের এলিট ফোর্স বিপ্লবী গার্ড করপোরেশনের (আইআরজিসি) তৈরিকৃত ‘সোরাইয়া’ নামের একটি স্যাটেলাইট ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে স্থাপন করে তেহরান। যা ইরানি কোনো স্যাটেলাইটের সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার নতুন রেকর্ড। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় দেশগুলো। তাদের আশঙ্কা, ইরান তাদের রকেট উৎক্ষেপণ যানের প্রযুক্তি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়