১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

করোনা শনাক্তের হার ৮ শতাংশের ওপরে

প্রতিদিনের ডেস্ক
দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় সব রোগী শনাক্ত হয়। তবে এ সময়ের মধ্যে করোনায় কেউ মারা যায়নি।স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩৪টি। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৯৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮১ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়