২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

সোহাগ আলী ,কালীগঞ্জ
এক গৃহবধূকে ধর্ষণ মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার থেকে ১ নং আসামী মেহেদী হাসান রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল । গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার পর কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইনের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মল্লিকপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান রাব্বি উপজেলার মল্লিকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। ধর্ষণ এই মামলার অপর আসামি হলো একই গ্রামের বাদশা মিয়া ছেলে রফিকুল ইসলাম (২৫)।এই দুই আসামী ও ঘটনার বিবরণ উল্লেখ করে ২৭ জানুয়ারি ধর্ষণ মামলার বাদী বেথুলি গ্রামের ইজিবাইক চালক কার্তিক সাহার স্ত্রীর স্বর্ণা সাহা কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণ এই মামলা নং-২৩ । কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ ধর্ষণ মামলার একজন আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে কোর্টে চালান করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়