১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

কয়রায় ৭ বছরের শিশু খালিদকে গলায় রশি পেঁচিয়ে হত্যা

কয়রা সংবাদদাতা
খুলনার কয়রায় খালিদ নামে ৭ বছরের শিশুকে গলায় কটের রশি পেঁচিয়ে হত্যা করে পরিত্যক্ত একটি বাগানে লাশটি ঝোপের মধ্যে ফেলে চলে যায় কে বা কারা,তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে পুলিশ তার রহস্য উদঘাটন করেছেন কিন্তু তদন্তের স্বার্থে কিছু জানা সম্ভব হয়নি। শুক্রবার অনেক খোঁজাখুজি করার পর রাত আনুমানিক ১১ টার দিকে তাঁর নানার বাড়ি থেকে কিছুটা দূরে পরিত্যক্ত বাগান থেকে ঝোপের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করে এলাকাবাসী ৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালিদ নামে এক শিশু কয়রা উপজেলার তেঁতুলতলা ট্রলার ঘাট হতে আনুমানিক বিকাল ৩টার সময় হারিয়ে গেছে , এমন সংবাদ প্রচারিত হতে থাকে ৷অবশেষে খালিদকে পাওয়া গেল তবে জীবিত অবস্থায় না, পাওয়া গেল মৃত অবস্থায় ৷ তার নানার বাড়ি কয়রা থানা ৩নং মহেশ্বরীপুর ইউনিয়ন তেতুলতলার গ্রামে নির্মম এই হত্যাকান্ডে সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ও বিচারের দাবি জানিয়েছেন তাঁর পিতা মাতা সহ এলাকাবাসী৷

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়