প্রতিদিনের ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার তুতো বোন মন্নরা চোপড়া। ‘বিগ বস্ ১৭’-এতে সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে অন্যতম তিনি। একটু রগচটা মন্নরাকে নিয়ে এবার গুরুতর অভিযোগ এনেছেন তার প্রথম ছবির সহ-অভিনেত্রী শ্রদ্ধা দাস। এদিকে মায়ানগরীতে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি মন্নরা। যদিও দক্ষিণী বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ তিনি।
বলিউডে মন্নরার হাতেখড়ি হয় ‘জিদ’ ছবির মাধ্যমে ২০১৪ সালে। যদিও সেই ছবিতে বিশেষ একটা ছাপ রাখতে পারেননি তিনি। তবে এত বছর কেটে যাওয়ার পর মন্নরাকে নিয়ে মুখ খুললেন তাঁর সহ-অভিনেত্রী শ্রদ্ধা। তার অভিযোগ ছবির শুটিং চলাকালীন তাকে এমন করে মারেন মন্নরা যে হাসপাতালে ভর্তি হতে হয় শ্রদ্ধাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, ‘জিদ ছবির শুটিংয়ের ঘটনা। একটা দৃশ্যে মন্নরার আমাকে ধাক্কা দেওয়া কথা।
অ্যাকশন পরিচালক বলেন হালকাভাবে ধাক্কা দিতে। মন্নরা এত জোরে ধাক্কা দেন যে সিঁড়ি থেকে পড়ে যাই। আমি প্রথমে ভেবেছিলাম নতুন এসেছে বুঝতে পারেনি।’ প্রথম দিনেই যে ক্ষান্ত হয়েছে মন্নরা তেমনটা নয়। দ্বিতীয় দিনে নাকি আরও আগ্রাসন দেখান মন্নরা। শ্রদ্ধা বলেন, ‘দ্বিতীয় দিন আমার ও মন্নরার একটি মারপিটের দৃশ্য ছিল। ওকে বলা হয় শোলা দিয়ে আমাকে মারতে। কিন্তু কারও কথা না শুনে বাঁশের লাঠি দিয়ে মারতে শুরু করে, বুকে সজোরে লাথি মারে।
শেষমেশ আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়।’ প্রায় ৯ বছর আগে এই ছবি মুক্তি পায়। বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি এই ছবি। নায়ক-নায়িকা যারা ছিলেন তাদের ক্যারিয়ারও যে বিশেষ উড়ান নিয়েছে তা-ও নয়। কিন্তু এত বছর এ প্রসঙ্গে কখনও কোনও মন্তব্য করেননি শ্রদ্ধা। তবে হঠাৎ মন্নরা ‘বিগ বস্’-এর ফাইনালে উঠতেই এই অভিযোগ কেন, ভাবাচ্ছে মন্নরা অনুরাগীদের।