প্রতিদিনের ডেস্ক
টলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি। বর্তমানে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন তিনি। তবে ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিত্য-নতুন পোস্ট করে আলোচনার জন্ম দেন। আবার খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরায় কটাক্ষের মুখেও পড়েন তিনি। তবে এসব পরোয়া করেন না পূজা। তিনি মনে করেন শরীর ঢেকে রাখা মানেই ভালো চরিত্রের লক্ষণ- এটা ভুল ধারণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা বলেন, আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলা মনের হবে। আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে।
তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে হয়তো ভুল নজরে দেখেন অনেকে। আমি যে ভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে। তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনই কুনজরে দেখবে না। তিনি আরও বলেন, আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত। শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ তা ঠিক নয়। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবনে একেবারেই সাজগোজ করি না। পূজা কটাক্ষের জবাব দিয়ে বলেন, আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উল্টোপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ, তারা যত খুশি লিখুন, আমি তো বদলাবো না নিজেকে! সম্প্রতি মুক্তি পেয়েছে পূজার ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। এতে ক্যাবারে ড্যান্সারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।