প্রতিদিনের ডেস্ক
চলতি সপ্তাহে উইন্ডোজ ১১-এর নতুন প্রিভিউ ভার্সন চালু করবে মাইক্রোসফট। আর এতে ডব্লিউএমআইসি ম্যানেজমেন্ট টুল ব্যবহার বন্ধের বিষয়ে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিটি। খবর গিজচায়না।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কমান্ড লাইন ইন্টারফেস টুল হিসেবে উইন্ডোজ ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেনটেশন কমান্ড লাইন (ডব্লিউএমআইসি) দেয়া হয়েছে। এর মাধ্যমে সিস্টেম ও নেটওয়ার্ক-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা যায়। এছাড়া এর মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসও নিয়ন্ত্রণ করা যায়।
২০১৬ সালে উইন্ডোজ সার্ভার থেকে এবং ২০২১ সালে উইন্ডোজ ১১ থেকে ডব্লিউএমআইসি সরিয়ে নেয় মাইক্রোসফট। এর সূত্র ধরে এবার উইন্ডোজ ১১ থেকে এটি অপসারণ করছে কোম্পানিটি। সাইবার হামলাকারীরা দীর্ঘদিন থেকে এ টুলটির অপব্যবহার করে আসছে। বিশেষ করে র্যানসমওয়্যার আক্রমণ পরিচালনায় এটি সহায়ক ছিল।
বিবৃতিতে মাইক্রোসফট জানায়, চলতি বছরের শেষ দিকে উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ ভার্সন উন্মোচন করা হবে। সে সময়ই টুলটির ব্যবহার বন্ধ করে দেয়া হবে। অন্যদিকে ডব্লিউএমআইসির পরিবর্তে মাইক্রোসফট উইন্ডোজ পাওয়ারশেল ফর ডব্লিউএমআই চালু করেছে। কোম্পানিটি জানায়, এ ফিচার অপসারণের মাধ্যমে কোড লেখার ক্ষেত্রে জটিলতা কমবে এবং ব্যবহারকারীরা নিরাপদ থাকবেন ও উৎপাদনশীলতা বাড়বে।