প্রতিদিনের ডেস্ক
দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে ‘সালার’ হিট হওয়ার পরেই কেরিয়ারের পালে হাওয়া লেগেছে অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি, ‘চেন্নাই স্টোরি’ টিমে যোগ দিয়েছেন অভিনেত্রী। যা বিএফআই দ্বারা সমর্থিত একটি ইন্দো-ইউকে কোলাবরেশন। ‘ব্লাইন্ডেড বাই দ্য লাইট’ অভিনেতা বিবেক কালরার বিপরীতে, ‘ডাউনটাউন অ্যাবে’ খ্যাত পরিচালক ফিলিপ জনের সঙ্গে একত্রিত হচ্ছেন অভিনেত্রী আগামী দিনে।
গুরুফিল্মস (ভারত) ও রিপল ওয়ার্ল্ড পিকচার্স (ইউকে) দ্বারা প্রযোজিত এই রোমান্টিক কমেডির শুটিং শুরু হবে শীঘ্রই। প্রশান্ত নীলের ‘সালার পার্ট ১’-এ আদ্যা চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি। ছবিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন তিনি। খানসারের হিংস্র জগত থেকে অনেক দূরে সে। তিনি যতই দেবার (প্রভাস) সম্পর্কে জানতে পারেন, হতবাক হন।
মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, “আমি আমার ভূমিকা নিয়ে বেশ কৌতূহলী ছিলাম। আদ্যা সেই হিংসাত্মক বিশ্বে অনুপযুক্ত। যখন আদ্যার চোখ দিয়ে ছবির গল্প প্রকাশ পেতে থাকে তখন তা আকর্ষণীয় ছিল। “” অভিনেত্রী জানিয়েছিলেন, এসএস রাজামৌলি এই ছবিতে নাকি একটি আইটেম নম্বর আশা করেছিলেন। তবে প্রভাসের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল তাঁর অনেক দিনের।
আর সেই কারণেই ‘সালার’ এ কাজ করতে রাজি হন তিনি। শ্রুতির মতে, তিনি পর্দার বাইরে বেশ বন্ধুত্বপূর্ণ। মানুষের প্রত্যাশার চেয়েও বেশি সদয়, চিন্তাশীল এবং উদার। কিন্তু পরিচালক অ্যাকশন বললেই প্রভাস সম্পূর্ণ ভিন্ন মানুষ। তবে ‘চেন্নাই স্টোরি’ তে অভিনেত্রীর ভূমিকা বা চরিত্র কেমন, সেই নিয়ে টুঁ শব্দটি করেননি অভিনেত্রী বা নির্মাতারা।