৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন

প্রতিদিনের ডেস্ক
দেশে আরও ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে এসব রোগী হাসপাতালে ভর্তি হন। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
সোমবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ছয় জন ঢাকার। আট জন অন্যান্য বিভাগের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০ জন। তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ৪৩ জন, ৮৮ জন অন্যান্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৮৭৫ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়