রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় কৃষক ওলিয়ার রহমান মোল্যা (৬০) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চরদিঘলিয়া, লুটিয়া, মাউলি, খালচর ও চরমাউলি গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সোমবার সকালে লোহাগড়ার লুটিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। চরমাউলি গ্রামের আত্তাব শেখের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-নিহত ওলিয়ার রহমান মোল্যার ছেলে আতিকুর মোল্যা, এলাকাবাসীর পক্ষে শেখ সেলিম, হাবিবুর রহমান মোল্যা, সারজন আহমেদ, মিলু মোল্যা, হবিবুর রহমান। বক্তারা বলেন, পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ জানুয়ারি সকালে বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময় ফিরোজ শেখ, রোকন মোল্যা, উকিল মোল্যা, রবিউল মোল্যা, আক্তার মোল্যা, রিয়াদ মোল্যা, হৃদয় শেখসহ ২০ থেকে ২৫জন ধারালো অস্ত্র, রড, হাতুড়ি দিয়ে ওলিয়ার মোল্যাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় ঠেকাতে গেলে নিহতের স্ত্রী আসমা বেগমকে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ফিরোজ শেখকে প্রধান আসামি করে ২২ জনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারভূক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হলেও অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেন এলাকাবাসী। এদিকে,আসামীরা মামলা তুলে নেয়ার জন্য বাদী ও তার ছেলেসহ পরিবারের লোকজনকে নানা ধরণের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তারা নিরাপত্তাহীনতায় আছেন।