প্রতিদিনের ডেস্ক
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ৯ই ফেব্রুয়ারি। নুরুল আলম আতিকের সিনেমাটির শুটিং শেষ হলেও নানা কারণে এতদিন মুক্তি পায়নি। অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে সিনেমাটি আসতে চলেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ।