১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

ক্রিয়েটর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন আয়মান সাদিক

প্রতিদিনের ডেস্ক
ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ক্রিয়েটর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন আয়মান সাদিক। সম্প্রতি প্লাটফর্মটি ইয়ার অন টিকটক ২০২৩ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে দেশসেরা কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল ‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩’ ক্যাটাগরি। এ বিভাগে পুরস্কার পেয়েছেন আয়মান সাদিক। এছাড়া, সেরা ফ্যাশন ক্রিয়েটরের পুরস্কার পেয়েছে স্টাইল হাট এবং সেরা বিউটি ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছে লাইফ ইস মেও। শিক্ষামূলক কনটেন্ট বানানোর জন্য মুনজেরিন শহীদ লার্ন অন টিকটক ক্রিয়েটর ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।
গত ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এ আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ চলে। যেখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট ৮টি ক্যাটাগরিতে ভোট নেয়া হয়। পুরস্কারের জন্য মনোনীতরা ১০ লাখের বেশি ভোট পেয়েছেন। বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং এবং বেস্ট আমার বাংলাদেশ কনটেন্ট এ ২টি ক্যাটাগরির ফল নির্ধারণ করেন বিচারকরা। – বিজ্ঞপ্তি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়