প্রতিদিনের ডেস্ক
ভারতে এসেছেন নিক জোনাস। সঙ্গে তার দুই ভাই কেলভিন জোনাস এবং জোয়ি জোনাস। তবে প্রিয়াংকা চোপড়া আসেননি স্বামীর সঙ্গে। শনিবার রাতে বলিপাড়ার সুন্দরী নায়িকাদের মধ্যমনি হয়ে ওঠেন নিক। তবে লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে চমকে দেন তাপসী পান্নু। মঞ্চে যখন গলা ছেড়ে গাইছেন নিক জোনাস, তখন দর্শক-শ্রোতাদের ভিড়ে মন্ত্রমুগ্ধ তাপসী। বলিউড এই নায়িকাকে উদ্দাম নাচ করতে দেখা গেছে জোনাস ভাইদের গানের তালে। সেই মুহূর্ত নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। তার পরনে মিনি ডেনিম ড্রেস। খোলা চুল।
হাতে আইসক্রিম নিয়ে দিব্যি গান উপভোগ করতে দেখা গেল তাপসীকে। লোলাপালুজাতে নিক জোনাসের গানেও বেশ মজেছিলেন তাপসী, সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে। তা দেখেই অনুরাগীমহলের রসিকতা করেছেন, প্রিয়াংকা না আসার সুযোগেই কি নিক জোনাসের কনসার্টে মজলেন তাপসী? তবে অনুরাগীরা যাই বলুন না কেন, তাপসী কিন্তু কনসার্টে নিজের ছবি পোস্ট করেই বলে দিয়েছেন যে, জামাইবাবু মঞ্চে রয়েছেন। শনিবার রাতের কনসার্ট চলাকালীন শ্রোতা অনুরাগীরা জামাইবাবু, জামাইবাবু বলে চিৎকার করতে থাকেন। যা শুনে নিক খানিক লজ্জাও পান! এই প্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন ‘জোনাস ব্রাদার্স’। এরপর রাতে বিটাউনের সেলেবদের নিয়ে পার্টিও করেন প্রিয়াংকার স্বামী।