২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত

প্রতিদিনের ডেস্ক
রাজধানী ঢাকায় মঙ্গলবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩০ জানুয়ারি নির্ধারিত শান্তি সমাবেশ ও মিছিল স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন।
ওইদিনই বিএনপি কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার দেশব্যাপী শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়