৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রতিপক্ষের জমি জবর দখলের চেষ্টা

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের প্রায় ৭০ বছরের ভোগদখলীয় জমি আব্দুল ওদুদ গাজী জবর দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। নিজের সম্পত্তিতে বোরো চাষের সুযোগে প্রয়াত অধ্যাপক নজরুল ইসলামের মালিকানাধীন ঐ জমি ওদুদ ও তার ভাইয়েরা দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ।এর আগে উক্ত জমির ধান লুট, পরিবারের নারী সদস্যদের ব্যবহার করে রাস্তার মধ্যে প্রতিপক্ষকে লাঞ্চিতের পাশাপাশি হয়রানীমুলক মামলায় জড়ানোর অভিযোগ রয়েছে ঐ আ’লীগ নেতার বিরুদ্ধে। মুল মালিকের মৃত্যু ও ওয়ারেশদের এলাকায় অনুপস্থিতিরি সুযোগে স্থানীয়ভাবে প্রভাবশালী ওদুদ অর্ধ কোটি টাকা মুল্যের ভবানীপুর মৌজার ঐ সম্পত্তি হাতিয়ে নিতে তৎপর হয় বলে অভিযোগ।
আব্দুল ওদুদ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত মোবারক গাজীর ছেলে ও নুরনগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এলাকার চিহ্নিত মামলাবাঁজ আবুল কাশেমের সাথে যোগসাজশে তিনি প্রয়াত নজরুল ইসলামের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানী করছেন বলেও অভিযোগ। এসব ঘটনায় প্রতিকারের দাবিতে বিজ্ঞ আদালতসহ থানা পুলিশের দারস্থ হয়েও ওদুদের রোশানল থেকে রক্ষা পাচ্ছে না ভুক্তোভোগী পরিবারটি। যদিও পুলিশের দাবি আইনের মধ্যে থেকে হয়রানীর শিকার পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, ভুক্তোভোগী পরিবারকে বিজ্ঞ আদালতের দারস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ইতিমধ্যে ধান লুটের ঘটনায় একজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। নতুন করে জমি দখলের অভিযোগ পেয়ে সাধারন ডায়েরী গ্রহন করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়