১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

মায়ামির সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে মেসির ছেলে

প্রতিদিনের ডেস্ক
লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি। বয়স এখনও ১২ ছোঁয়নি। তাইতো খেলছেন মায়ামি অনূধ্ব-১২ দলে। মাত্র ৭ ম্যাচ খেলেই বাপকা বেটা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। ৭ ম্যাচে গোল করেছেন ১৩টি। অ্যাসিস্ট করেছেন ৬টি। মায়ামির অনূর্ধ্ব-১২ দলের সর্বোচ্চ গোলদাতা হওয়া দৌড়ে আছেন তিনি। সম্প্রতি থিয়াগো মেসির খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখান তার প্রতিভা দেখে নেটিজেনরা মুগ্ধ হচ্ছেন। তার বল রিসিভ করা, ড্রিবিলং ও অন্যান্য ফুটবল টেকনিক দিয়ে তিনি মুগ্ধ করছেন ফুটবলপ্রেমীদের। অনেকে বলতে শুরু করেছেন থিয়াগো হয়তো তার বাবার প্রতিভা নিয়ে জন্মেছেন। অবশ্য মেসির বড় ছেলে হিসেবে তার ওপর মানুষের প্রত্যাশাও বেশি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়