১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মুনাফায় উন্নতি, জমি কিনবে অলিম্পিক

প্রতিদিনের ডেস্ক
২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মুনাফায় উন্নতি হয়েছে। এতে অর্ধবার্ষিক (২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফা বেড়েছে। মুনাফায় উন্নতি হওয়া কোম্পানিটি পূর্বাচলে ৮ কোটি ৯১ লাখ টাকার জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২ টাকা ৯৩ পয়সা।
আর ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৫ টাকা ২৬ পয়সা।
কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৮৮ পয়সা, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ৪৭ টাকা ৬০ পয়সা।অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৪৯ পয়সা।
এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পূর্বাচলে ৫৪ প্লট জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি প্লটে জমির পরিমাণ ৩ কাঠা। এতে মোট জমির পরিমাণ দাঁড়ায় ১৬২ কাঠা। পূর্বাচল প্রবাস পল্লি ল্যান্ড প্রজেক্ট থেকে এই জমি কেনা হবে ৮ কোটি ৯১ লাখ টাকা দিয়ে। প্রতি কাঠার দাম পড়বে ৫ লাখ ৫০ হাজার টাকা। অলিম্পিক জমি নিবন্ধনের খরচ বহন করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়