২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শেয়ারপ্রতি এক পয়সা অন্তর্বর্তী লভ্যাংশ দেবে ইমাম বাটন

প্রতিদিনের ডেস্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ এক পয়সা করে পাবেন।
বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিটির মুনাফায়ও উন্নতি হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। এতে অর্ধবার্ষিক হিসাবেও (২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর) মুনাফা বেড়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্রুয়ারি। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি যাদের কাছে শেয়ার থাকবে তারাই অন্তর্বর্তী লভ্যাংশ পাবেন। তবে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা এ লভ্যাংশ নেবেন না। শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ পাবেন।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারের দাম যত খুশি বাড়তে বা কমতে পারবে।এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১৯ পয়সা লোকসান হয়।
ছয় মাসে অর্থাৎ ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৩৮ পয়সা।
মুনাফায় উন্নতি হওয়ার পাশাপাশি কোম্পানিটির সম্পদের পরিমাণও বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২ টাকা ৭ পয়সা, যা ২০২৩ সালের জুন শেষে ছিল ১ টাকা ৯৭ পয়সা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়