৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে খামারে আগুন লেগে ১৬০০ মুরগি পুড়ে ছাই

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে আগুন লেগে ১৬’শ মুরগি মারা গেছে। এতে ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত এটটার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের চেয়ারম্যান মোড় এলাকার মৃত গফুর পাড়ের ছেলে মারুফ বিল্লাহ পাড়ের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারির স্ত্রী হোসনেয়ারা খাতুন বলেন, অতিরিক্ত শীতের কারণে মুরগির বাচ্চার তাপ বাড়ানোর জন্য বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক লাইট ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। তিনি জানান গত রাত একটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে ঘরের বাইরে বের হয়ে খামারে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এসময় এলাকাবাসী বের হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খামারে ১৬’শ সোনালী মুরগির বাচ্চা, দুই বস্তা খাদ্য, দুইটি বাইসাইকেল, একটি ভ্যান, ১০০০ লিটারের পানির ট্যাংক ও অন্যান্য সরঞ্জামসহ পুরা খামার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর। শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খামারে মুরগির বাচ্চার তাপ নিয়ন্ত্রণ করার জন্য ধানের তুষ ব্যবহার করা হয়। তুষের কারণে আগুন অল্প সময়ের মধ্যে পুরো খামারে ছড়িয়ে পড়ে। ৯৯৯ এর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও পুরা মুরগির খামার পুড়ে ছাই হয়ে যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়