২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

‘কঠিন সময় পার করছি আমরা’

প্রতিদিনের ডেস্ক
অরুণা বিশ্বাস। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। আশি ও নব্বই দশকে রূপালী পর্দায় তার অভিনয় নিয়মিত দেখতেন দর্শক। শিল্প পরিবারেই বেড়ে ওঠা এ অভিনেত্রীর। তার বাবা অমলেন্দু বিশ্বাস এবং মা জ্যোৎন্সা বিশ্বাস দুজনই যাত্রাশিল্পের পুরোধা ব্যক্তি। অনেক সফল সিনেমা রয়েছে অরুণার ঝুলিতে। সমপ্রতি তার ব্যস্ততা এবং দেশের সিনেমা নিয়ে বিস্তর কথা হয়। তিনি এখন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য। রিভিউয়ের জন্য নিয়মিত নানা চলচ্চিত্র দেখতে হয় তাকে। এরপর সিনেমাগুলো নিয়ে রিপোর্ট জমা দিতে হয়।
তিনিসহ অন্য সদস্যদের মতামতের ওপর নতুন ছবির সেন্সর দেয়া হয়। এ ছাড়াও তিনটি দীর্ঘ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন অরুণা। ধারবাহিকগুলো হলো- ‘নূরজাহান’, ‘গৃহলক্ষ্মী’ ও ‘জবা’। এগুলো তিনটি বেসরকারি চ্যানেলে প্রচার হচ্ছে। দেশের সিনেমার বাজার খুব একটা ভালো যাচ্ছে না। সিনেমা সংশ্লিষ্ট অন্যান্যের মতো বিষয়টি নিয়ে তিনিও বেশ চিন্তিত। এ সংকটের মাঝে বিদেশি সিনেমা দেশের বাজারে পরিবেশনের অনুমতি পাচ্ছে। আপনি সেন্সর বোর্ডের একজন সদস্য হয়ে আপনার কি মনে হয়? জবাবে তিনি বলেন, কঠিন সময় পার করছি আমরা। এর থেকে উত্তরণের অনেকেই চেষ্টা করছেন। কেন যেন সময়টা আমাদের অনুকূলে নয়। তবে আমি আশাবাদী মানুষ। এমন সমস্যা দীর্ঘদিন বিরাজ করবে না। তরুণরা এগিয়ে আসছে সিনেমা নির্মাণে। ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে দেশে। এসব চলচ্চিত্র বিশ্ব দরবারেও প্রশংসিত হচ্ছে। অরুণা বলেন, সব সমস্যা আমাদেরই অতিক্রম করতে হবে। প্রসঙ্গত, অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসম্ভব’। সিনেমাটি গেল বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়