১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ডেঙ্গু আক্রান্ত আরও ২০ জন

প্রতিদিনের ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন এবং মারা গেছেন ১৪ জন।বুধবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯ জন ঢাকার। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ১১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে ৪২ জন এবং বাকি ৭১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ছাড়া পেয়েছেন ৯২৮ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়