প্রতিদিনের ডেস্ক
আনুষ্ঠানিকভবে যাত্রা শুরুর পর বাংলাদেশের বাজারে ইনবুক সিরিজের নতুন দুই ল্যাপটপ বিক্রয় শুরু করেচে ইনফিনিক্স। আজ বুধবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
ইনবুক এক্স২ এবং ওয়াই২ প্লাস মডেলের ল্যাপটপ দুটি এখন অনলাইন থেকওে কেনা যাবে। ১১তম প্রজন্মের ১০ ন্যানোমিটার ইন্টেল কোর আই৫ প্রসেসরে চলা ৮ গিগাবাইট র্যামে রয়েছে। ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ল্যাপটপটির দাম ধরা ৬১ হাজার ৯৯০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনবুক ওয়াই২ প্লাসে ল্যাপটপটিতে রয়েছে ১১তম প্রজন্মের ১০ ন্যানোমিটার ইন্টেল কোর আই৫ প্রসেসরে চলা ৮ গিগাবাইট র্যামে। ৫০ ওয়াটের শক্তিশালী ব্যাটারি থাকায় একবার চার্জে রয়েছে দিনব্যাপী কাজ করার সুবিধা। রূপালি ও ধূসর এ দুই রঙে ল্যাপটপটি ৫৮ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।