২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সহসা নিস্তার পাচ্ছেন না জ্যাকুলিন!

প্রতিদিনের ডেস্ক
সিনেমায় ঝলমলে ক্যারিয়ার ছিল। সেই রঙিন জীবনে এক লহমায় নেমে এসেছে অন্ধকার। ২০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলায় জড়িয়ে গেছে তার নাম। যার ফলে অনেক দিন ধরেই আদালতে চক্কর কাটছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। মূলত অর্থ প্রতারণার মামলাটি রয়েছে সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জ্যাকুলিনের।

সুকেশের কাছ থেকে মূল্যবান বিভিন্ন উপহারও নিয়েছিলেন অভিনেত্রী। সেই সূত্রে তাকেও মামলার জালে আটকা পড়তে হয়েছে। সম্প্রতি জ্যাকুলিনের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন করা হয়, তাকে যেন মামলাটি থেকে নিস্তার দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষ তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এই আবেদনের ঘোর বিরোধিতা করেছে। তাদের দাবি, জ্যাকুলিন জেনে-বুঝেই সুকেশের সঙ্গ দিয়েছিলেন। শুধু তাই নয়, ইডির দাবি, জ্যাকুলিন এখনও পুরোপুরি সত্য প্রকাশ্যে আনছেন না।

দিল্লি হাইকোর্টের কাছে তারা জানিয়েছে, ‘তিনি (জ্যাকুলিন) এখনও পর্যন্ত সত্যটা লুকিয়ে রেখেছেন। তাছাড়া সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকুলিন তার মোবাইল থেকে সমস্ত ডাটা মুছে দিয়েছেন, এটাও একটি বড় ফ্যাক্ট। এমনকি তিনি তার সহকর্মীদেরও প্রমাণ ধ্বংস করার কথা বলেছেন। এটা প্রমাণিত যে, তিনি সুকেশের অপরাধগুলো উপভোগ করছিলেন।’ দুই পক্ষের কথা শোনার পর দিল্লি হাই কোর্ট মামলাটির নতুন শুনানির তারিখ দিয়েছে আগামী ১৫ এপ্রিল।

ফলে সহসাই যে এই আইনি গ্যাঁড়াকল থেকে জ্যাকুলিন নিস্তার পাচ্ছেন না, তা অনুমেয়। এদিকে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার কারণে সিনেমার কাজে অনেকটা পিছিয়ে পড়েছেন জ্যাকুলিন। গেলো বছর তার অভিনীত কোনও সিনেমা মুক্তি পায়নি। কেবল ‘সেলফি’ সিনেমার একটি গানে অতিথি হিসেবে পারফর্ম করেছেন। আগামীতে ঠিক কবে নাগাদ তাকে পর্দায় দেখা যাবে, সেটাও অনিশ্চিত।
সূত্র: ইন্ডিয়া টুডে

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়