২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

৪২ জনের করোনা শনাক্ত

প্রতিদিনের ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।বুধবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ০৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৮২ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৭ হাজার ১৫০ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯৬টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়