১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

অনলাইনে আপেল অর্ডারে মিলল আইফোন!

প্রতিদিনের ডেস্ক
জনপ্রিয় একটি ই-কমার্স প্রতিষ্ঠান থেকে এক ব্যাগ আপেল অর্ডার করেছিলেন এই ব্যক্তি। তবে নিজের পণ্য হাতে পেয়ে তো নিজের চোখকেই বিশ্বাস করেননি। কারণ আপেলের বদলে তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে আইফোন! গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের বাসিন্দা নিক জেমস (৫০) দেশটির জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান টেসকোতে এক ব্যাগ আপেল কেনার জন্য অর্ডার করেন। নিজের অর্ডার বুঝে নেওয়ার সময় ডেলিভ্যারিম্যান জানান, তার জন্য ‘সারপ্রাইজ’ আছে। প্যাকেট খুলে এক ব্যাগ আপেলের সঙ্গে ফ্রি আইফোন এসই পেয়ে তো খুশিতে আত্মহারা হয়ে যান তিনি। আসলে ওই ই-কমার্স প্রতিষ্ঠান আপেলের সঙ্গে আইফোনকে মোটেও গুলিয়ে ফেলেননি। নিজেদের প্রচারণার অংশ হিসেবেই ওই আইফোন দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির তরফ থেকে জানা গেছে। এ ব্যাপারে টুইটারে জেমস জানান, টেসকোকে অনেক ধন্যবাদ। এক ব্রিটিশ গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, টেসকো থেকে যখন সারপ্রাইজের কথা বলা হলো, তখন তিনি ভেবেছিলেন হয়তো ছোটখাট কোনো জিনিস দেওয়া হবে। কিন্তু আস্ত একটা আইফোন পেয়ে ভীষণ খুশি তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়