প্রতিদিনের ডেস্ক
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ প্রচারের পর ব্যাপক সাড়া মিলেছিল দর্শকদের। এবার ভালোবাসা দিবস উপলক্ষে এ নির্মাতা হাজির হচ্ছেন ‘লাভবাজ’ নিয়ে। ক্লাব ইলেভেন ও বুম ফিল্মসের ব্যানারে নির্মিত এই ভ্যালেন্টাইন প্রজেক্টে অভিনয় করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। এর আগে একই পরিচালকের ‘ফিমেল থ্রী’ নাটকে ফারিনকে দেখা গিয়েছিল ব্যাটারি গলির নতুন ভাড়াটিয়া রূপে। সেই নাটকে স্বল্প উপস্থিতি আলোচনায় নিয়ে আসে ফারিনকে। এবার ব্যাটারি গলি থেকে অমির ‘লাভবাজ’ এ আয়না চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে থাকবেন শাশ্বত। জানা গেছে, এই ফ্র্যাঞ্চাইজির গল্পটা বন্ধুত্বের। ফারিন-শাশ্বতের সঙ্গে আগের দুই নাটকে যারা ছিলেন, এবারো তাদের অনেকেই থাকছেন। কিছু পরিবর্তনও দেখা যাবে।
ফারিন বলেন, অমি ভাইয়ের কাজ মানেই বিশেষ কিছু। এর আগে ব্যাটারি গলির ফারিনকে দেখেছেন দর্শক। এবার লাভবাজ নাটকেও নানা চমক থাকছে। আমার চরিত্রটিও বেশ অন্যরকম। এটি নিয়ে আমি খুব আশাবাদী।