প্রতিদিনের ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স করে সবার নজর কাড়েন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে তার নাম এখন সবার মুখে মুখে। জোসেফের এমন পারফর্ম তাকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেতে একমাত্র উপলক্ষ হিসেবেও কাজ করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের সিরিজে অভিষেক হয়েছিল জোসেফের। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে শিকার করেছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১.৪ ওভার বল করে কোনো উইকেট নিতে না পারলেও দ্বিতীয় টেস্ট ম্যাচে আরও বড় চমক দেখান এই ডানহাতি ক্যারিবীয় পেসার। সিরিজের শেষ ম্যাচে মোট শিকার করেন ৮ উইকেট। অর্থ্যাৎ বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজে জোসেফ পান মোট ১৩ উইকেট। যা সত্যিকার অর্থেই অসাধারণ। জোসেফের এমন পারফর্ম দেখে বেজায় খুশি ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে জোসেফকে দলে নেওয়ার জন্য যেন তার সইছে না। এখন পর্যন্ত সীমিত ওভারের ম্যাচে অভিষেক হয়নি ২৪ বছর বয়সী তরুণ জোসেফের। তাকেই কিনা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নিতে চাইছেন সামি! এখনো জোসেফকে বিশ্বকাপ দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেনি সামি। তবে তাকে দলের অর্ন্তভুক্ত করতে মধুর সমস্যায় পড়েছেন তিনি। উইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ সামি মনে করেন, জোসেফ ওয়েস্ট ইন্ডিজের সব ফরম্যাটের সেরা তারকা হয়ে উঠবে। যে কারণে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের হিসেব-নিকেশে রাখা যেতে পারে।