এসকে সুজয়,নড়াইল
নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়ার তৈলক্ষণপাড়ার বাসিন্দা কুদ্দুস শেখের ছেলে দিনমজুর রাকিব শেখ (৪০) পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৫দিন ধরে নিরীহ দিনমজুর রাকিব পুলিশের হুমকিতে অজানা আতংকে দিন কাটাচ্ছেন। লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দুই এএসআই’র অযাচিত হুমকি থেকে রক্ষা পেতে তিনি পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। হুমকির শিকার রাকিব শেখ জানান,পেশায় তিনি দিনমজুর। কখনো গাছ কেটে,কখনো অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে থাকেন। অভারের সংসারে সারাদিনের পরিশ্রমের অর্থ দিয়ে কোনমতে পরিবারের সদস্যদের অন্ন-বস্ত্রের যোগান দিয়ে আসছেন। গত ২৬ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশ থেকে লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই সজিব ও দীন ইসলাম তাকে টেনে হিঁচড়ে লাহুড়িয়া গরুরহাট পর্যন্ত নিয়ে যায়। পুলিশ তাকে ধরে নেওয়ার সময় হুমকি দিয়ে বলে তুই বাঁচতে চাইলে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের সন্ধান দিবি। পুলিশের এ ধরনের আচরনে হতবিহ্বল ও ভীতসম্ভ্রস্ত হয়ে পড়েন রাকিব শেখ। পুলিশের হুমকি পাওয়ার পর থেকে রাকিব পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশের ভয়ে দিনমজুরী থেকে নিজেকে বিরত রাখায় সংসারে দেখা দিয়েছে অভাব অনটন। পরিবারের লোকজন অর্ধাহারে দিনাতিপাত করছেন বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সজিব ও দীন ইসলাম বলেন,রাকিবকে ধরে নেয়া কিংবা তাকে হুমকি দেয়ার বিষয়টি আদৌ সত্য নহে। আমাদের মান সম্মান এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তিনি (রাকিব) ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও বানোয়াট কথা বলেছেন। কোন নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। উল্লেখ্য, লাহুড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা এক নারী লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দীন ইসলামের বিরুদ্ধে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে এবং এ ঘটনার প্রতিকার চেয়ে খুলনার ডিআইজি ও নড়াইল পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। নড়াইলের পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান জানান, ‘লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দীন ইসলামের বিরুদ্ধে এক নারীর আনা অভিযোগের তদন্ত চলছে।অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত এএসআই’র বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’