২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বার্সায় মেসির চুক্তির ন্যাপকিন পেপার উঠছে নিলামে

প্রতিদিনের ডেস্ক
ট্রায়ালে ১৩ বছরের এক বিস্ময় বালককে দেখে অভিভূত হয়েছিল বার্সেলোনা। সেই বিস্ময় বালক আর কেউ নন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। তখন স্প্যানিশ জায়ান্টরা তাকে দলে ভেড়াতে প্রাথমিক চুক্তিটি করেছিল ন্যাপকিন পেপারে। গুরুত্ব বিবেচনায় নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক দলিল। মেসি-বার্সা চুক্তির সেই দলিলটি এবার নিলামে তুলতে যাচ্ছে ব্রিটিশ অকশন হাউজ বোনহামস। মার্চে হতে যাওয়া এই নিলামের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তার মূল্য প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকার বেশি। নেপকিনে চুক্তিটি হয়েছিল ২০০০ সালে। তখন বার্সার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাস মেসির বাবা হোর্হে মেসি ও তাদের অ্যাজেন্ট হোরাসিও গ্যাগিওলিওর সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছিলেন। পরে তো এই মেসি ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। নেপকিন পেপারে চুক্তির মুহূর্তটিকেও বলা যায় গল্পের মতোন। স্প্যানিশ ক্লাবে মেসির প্রাথমিক ট্রায়ালের পর সেভাবে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার বাবা। সেসবের জবাব দিতেই মেসি সিনিয়রসহ পরিবারকে লাঞ্চের আমন্ত্রণ জানান রেক্সাস। তার পর তো সেই ঐতিহাসিক চুক্তিটা হয়েছে সেখানেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়