নিজস্ব প্রতিবেদক
সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিনসহ অব্যাহত মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাকা দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে চিত্রার মোড়ে যশোর জেলা কমিটির উদ্যোগে জেলা সম্পাদক তসলিম উর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা কমরেড ইকবাল কবির জাহিদ ও জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলার সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু। বক্তারা বলেন আমরা বন্ধু চাই প্রভু চাই না। ভারতের আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না। আমরা সরকারের সুস্পষ্ট বক্তব্য চাই। দলের বন্ধু না বানিয়ে দেশের বন্ধু বানান। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমান, রেশনিং চালু করুন, লুটেরা দূর্নীতিবাজদের আটক ও বিচার করুন, পাচারকৃত টাকা ফেরত আনুন। প্রিয় দেশবাসী সকলে আসুন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হোন, ঐক্যবদ্ধ হোন, রাজপথে নামুন।