প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী বুধবার ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সাদা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ বিমানবাহিনী ওই হামলা চালিয়েছে। হুথি-সমর্থিত টিভি চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, মার্কিন আগ্রাসনের লক্ষ্য ছিল সাদা শহরের উত্তরাঞ্চল।
হুথিদের মদদপুষ্ট আনসারুল্লাহ ওয়েবসাইট নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলেছে, মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধবিমান সাদা শহরের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।