উৎপল মণ্ডল, শ্যামনগর
সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে উপকূলে দুস্থ মানুষকে শীতে মানবিক ও জরুরী সহায়তা হিসাবে কম্বল বিতরণ করেছে।০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় গাবুরা ইউনিয়নের ৫০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম- সাইক্লোন শেল্টার ও গাইনবাড়ী গোপাল লক্ষী মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত ইউনিয়নের ২, ৩ ও ৪ নং ওয়ার্ড এর ৩৫৪ টি হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছিদুল আলম,সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্য গোলাম মোস্তফা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্যা সাবিনা ইয়াছমিন, ইউপি সদস্য শহিদুল্লাহ, দেদারুল ইসলাম,আফসার গাজী, শফি মল্লিক সহ উপস্থিত ছিলেন,প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এর অফিসার আবুল হাশেম মিয়া প্রমুখ। সিসিডিবি প্রতিষ্ঠা লংগ্ন থেকে বিভিন্ন সংকট সময়ে জনগণের পাশে থেকে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতে দুস্থ উপকূলের মানুষকে এই শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।গাবুরা এলাকার তাসলিমা(৭০) বলেন শীতকালে কম্বল পেয়ে আমি খুব খুশি হয়েছি। শরিফা বিবি( ৬৫) কাছে জানতে চাইলে তিনি বলেন আমি খুব গরিব মানুষ আমার কেহ দেখার নি সিসিডিবির লোকেরা এই কম্বলটা দিছে আমি আরাম করে রাতে ঘুমাতে পারবানে। প্রধান অতিথি বলেন,শ্যামনগর উপজেলায় কর্মরত বেসরকারী সংস্থা।সিসিডিবি গাবুরা ইউনিয়নে শুরেু থেকে সুনাম কুড়িয়ে আসছে। শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিসিডিবি আবারও তা প্রমান করল। সিসিডিবির মত অন্যান্য সংস্থাকে এমন উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান করছি, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।