প্রতিদিনের ডেস্ক
চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। এরইমধ্যে বেশকিছু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। অন্যদিকে বেশ অল্প সময়ের ক্যারিয়ারেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন সেরা কণ্ঠশিল্পী হিসেবে। এদিকে বর্তমানে ঐশী ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। বিশেষ করে নির্বাচনেরর পর পর তার ব্যস্ততা যেন আরও বেড়েছে তবে, স্টেজেও ব্যস্ত থাকতে হচ্ছে তাকে চিকিৎসা পেশা সামলে। কারণ ডাক্তারি পড়াশোনো শেষে এখন তিনি এ সেবায় নিয়োজিত। যদিও পড়াশোনারও আরও কিছু বাকি রয়েছে। সব সামলে গানে সরব থাকাটাতো কষ্টকরই বটে? উত্তরে ঐশী বলেন, তাতো অবশ্যই। যদিও আমার অভ্যাস আছে। কারণ আমি যখন মেডিকেলে পড়াশোনা করি তখনো গান করেছি।
দু’টো সামলাতে কষ্ট হয়। তবে সেটা করেছি। এমনো সময় গেছে স্টুডিওতেও আমি বই নিয়ে গেছি। রেকর্ডিংয়ের ফাঁকে ফাঁকে পড়েছি। তার ফলটাও এখন পাচ্ছি। আমি মনে করি ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছুই সম্ভব। এখনকার ব্যস্ততা প্রসঙ্গে ঐশী বলেন, এখন শো নিয়েই ব্যস্ততা বেশি। কারণ এটা শোয়ের মৌসুম। এর বাইরে নতুন একটি গান করেছি ‘টিকেট’ ওয়েব ফিল্মে। দ্রুতই এটি শুনতে পারবেন দর্শক। আরও কয়েকটি একক গানও তৈরি হয়ে আছে। সেগুলোও নির্দিষ্ট সময় পরপর প্রকাশ হবে ভিডিওসহ।