১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

হুইপ হিসেবে নড়াইলে গার্ড অব অনার গ্রহণ করলেন মাশরাফি

এসকে সুজয়, নড়াইল
হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার গ্রহণ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় হুইপ মাশরাফি বিন মুর্তজা নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন হুইপ মাশরাফি বিন মুর্তজা। নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন, নড়াইল প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুইপ মাশরাফি ছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলসহ প্রশাসনের কর্মকর্তারা। মোড়ক উন্মোচন শেষে মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের হুইপ নির্বাচিত হওয়ার পর নিজ জেলা নড়াইলে এটাই তার প্রথম আগমন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়