প্রতিদিনের ডেস্ক
বিয়ের দাওয়াত হোক কিংবা বন্ধুদের আড্ডা, অক্সিডাইজড গয়না মানিয়ে যায় সবখানেই। দামেও বেশ সুলভ এগুলো। তবে অক্সিডাইজড ঝুমকা কিংবা গলার নেকলেস খুব সহজে কালচে হয়ে যায় ও একবার কালচে হলে আর ঝকঝকে হতে চায় না। এই বিড়ম্বনা এড়াতে কী করবেন? জেনে নিন ৫ টিপস।
গয়নায় ঘাম লেগে দ্রুত কালো ছোপ পড়ে যেতে পারে। কারণ ঘামে লবণ থাকে, যা অক্সিডাইজড গয়নার সঙ্গে বিক্রিয়া করে রঙ কালচে করে দেয়। তাই ব্যবহার শেষে হলে গয়না যত্রতত্র ফেলে না রেখে পরিষ্কার কাপড় দিয়ে মুছে বক্সে রেখে দিন।
খোলা জায়গায় অক্সিডাইজড গয়না ফেলে রাখবেন না। সব সময় এগুলো জিপলক পাউচে ভরে গয়নার বক্সে রাখুন। এতে গয়নার বক্স বারবার খোলা হলেও গয়নার উপর বাতাসের পরত লাগবে না।
অক্সিডাইজড গয়না ভুলেও পানিতে ডুবিয়ে পরিষ্কার করতে যাবেন না, তাতে আরও বিগড়ে যাবে গয়নার হাল বড় বক্সে সব ধরনের গয়না একসঙ্গে রাখবেন না। অক্সিডাইজড গয়না কালো হয়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ হতে পারে এই ভুল। আলাদা আলাদা পাউচে ভরে রাখুন।
সাজের একেবারে শেষে গয়না পরুন। গয়নার উপরে পারফিউম ব্যবহার করবেন না।
তথ্য সহায়তা: আনন্দবাজার পত্রিকা